শিরোনাম :
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, কোন রাজ্যে কী প্রভাব? বাংলায় কেমন থাকবে আবহাওয়া? শুধু দামি প্রসাধনী নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে খেতে হবে এক ধরনের চা, কী ভাবে বানাবেন? অভিনয় করেই ক্ষান্ত নন শাহরুখ-কন্যা, আত্মপ্রকাশের আগেই সুহানার মুকুটে জুড়ল নতুন পালক! ভয়ঙ্কর সৌরঝড় আঘাত হানতে চলেছে! বিশ্ব জুড়ে শঙ্কা ইন্টারনেট যোগাযোগ ভেঙে পড়ার কিসের জোরে হোয়াইট হাউসে ‘নজরদারি’ উত্তর কোরিয়ার? কেনই বা আমেরিকা বলছে আজগুবি দাবি? টাক পড়ছে? রোজকার কোন অভ্যাসে বদল আনলে চুল পড়ার সমস্যা কমবে? হেনস্থার শিকার পাকিস্তান, অস্ট্রেলিয়ায় গিয়ে মাল বইতে হল বাবরদের, কেন? ৭০ বছরে যমজ সন্তানের জন্ম দিলেন বৃদ্ধা, জীবন সায়াহ্নে পৌঁছে মা হওয়ার স্বপ্নপূরণ পাকিস্তানেই নাকি খুঁজে পেয়েছেন প্রেমিকা, সে দেশের জনপ্রিয় নায়িকার সঙ্গে প্রেম করছেন বাদশা! মুম্বই বিমানবন্দরে শাহরুখকে আটকে দিল পুলিশ, অভিনেতাকে দেখে কী কাণ্ড করলেন নিরাপত্তারক্ষী?
পরকীয়ার মিথ্যা অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে নির্যাতন

পরকীয়ার মিথ্যা অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে নির্যাতন

মতিহার বার্তা ডেস্ক : নোয়াখালীতে পরকীয়ার অভিযোগ তুলে এক নারী ও এক পুরুষ শ্রমিককে গাছে বেঁধে প্রকাশ্যে লাঠি দিয়ে পেটানো হয়েছে। বুধবার রাতে ওই নারী বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেছেন।

মামলায় সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়নের বুদ্ধিনগর এলাকার জাফর নামে এক গ্রাম্য চিকিৎসকসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, ওই নারী বুদ্ধিনগর এলাকায় থেকে স্থানীয় একটি ইটভাটায় কাজ করেন। তিনি মা ও দুই সন্তানকে নিয়ে থাকেন। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

তাকে ও এক পুরুষকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, আর পাশে নারীকে একটি লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছেন জাফর। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তিকেও লাঠি দিয়ে পেটানো হয়। দফায় দফায় মারধরের একপর্যায়ে ওই ব্যক্তিকে বেঁধে রাখা অবস্থার তার মাথার চুল ফেলে ন্যাড়া করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি বলেন, তিনি তার সহকর্মী ওই নারীর কাছে দুই হাজার টাকা পেতেন। টাকা আনার জন্য রোববার সকালে তার বাড়ি গেলে স্থানীয় কিছু লোকজন ‘মিথ্যা অপবাদ’ দিয়ে তাকে ধরে নিয়ে যায়। পরে তার সহকর্মী ও তার মা অনুরোধ করলেও তাকে ছাড়া হয়নি। উল্টো ওই নারীকেও মারধর করা হয়।

সুধারাম মডেল থানা পুলিশের ওসি মো. আনোয়ার হোসেন বলেন, গণমাধ্যম কর্মীদের কাছ থেকে বিষয়টি জানার পর বুধবার সন্ধ্যায় নির্যাতনের শিকার ওই নারী, জাফরের স্ত্রী ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

মতিহার বার্তা ডট কম  ০৬ জুন  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply