শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
পরকীয়ার মিথ্যা অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে নির্যাতন

পরকীয়ার মিথ্যা অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে নির্যাতন

মতিহার বার্তা ডেস্ক : নোয়াখালীতে পরকীয়ার অভিযোগ তুলে এক নারী ও এক পুরুষ শ্রমিককে গাছে বেঁধে প্রকাশ্যে লাঠি দিয়ে পেটানো হয়েছে। বুধবার রাতে ওই নারী বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেছেন।

মামলায় সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়নের বুদ্ধিনগর এলাকার জাফর নামে এক গ্রাম্য চিকিৎসকসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, ওই নারী বুদ্ধিনগর এলাকায় থেকে স্থানীয় একটি ইটভাটায় কাজ করেন। তিনি মা ও দুই সন্তানকে নিয়ে থাকেন। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

তাকে ও এক পুরুষকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, আর পাশে নারীকে একটি লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছেন জাফর। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তিকেও লাঠি দিয়ে পেটানো হয়। দফায় দফায় মারধরের একপর্যায়ে ওই ব্যক্তিকে বেঁধে রাখা অবস্থার তার মাথার চুল ফেলে ন্যাড়া করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি বলেন, তিনি তার সহকর্মী ওই নারীর কাছে দুই হাজার টাকা পেতেন। টাকা আনার জন্য রোববার সকালে তার বাড়ি গেলে স্থানীয় কিছু লোকজন ‘মিথ্যা অপবাদ’ দিয়ে তাকে ধরে নিয়ে যায়। পরে তার সহকর্মী ও তার মা অনুরোধ করলেও তাকে ছাড়া হয়নি। উল্টো ওই নারীকেও মারধর করা হয়।

সুধারাম মডেল থানা পুলিশের ওসি মো. আনোয়ার হোসেন বলেন, গণমাধ্যম কর্মীদের কাছ থেকে বিষয়টি জানার পর বুধবার সন্ধ্যায় নির্যাতনের শিকার ওই নারী, জাফরের স্ত্রী ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

মতিহার বার্তা ডট কম  ০৬ জুন  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply