শিরোনাম :
কাঠবাদাম খেলে কি সত্যি ওজন কমে? কী এমন আছে তাতে? আফ্রিদির বিয়েতে জল্পনা উড়িয়ে বাবর ১০০ কোটি বছরেও শেষ হবে না মহাকাশের ‘মদের ভান্ডার’! স্বাদে গন্ধে কেমন সেই ‘মহাজাগতিক সুরা’? ‘বার বার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি’, বিয়ে না করার কারণ খোলসা করলেন সাবিত্রী মাটি থেকে ১০০ ফুট উপরে ঘুড়ির সুতো ধরে পত পত করে উড়ছেন যুবক! রুশ প্রেসিডেন্ট পুতিন অক্টোবরে যাবেন চিন সফরে, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সামরিক সমঝোতা ‘টাইগার ভার্সেস পাঠান’-এর আগেই দুই খান-শিবিরে আগুন! হাতাহাতি থামাতে ডাক পড়ল পুলিশের কোমর থেকে খুলে যাচ্ছে শাড়ি, অম্বানীদের গণেশ পুজোয় দিশার এমন সাজ দেখে বিরক্ত অনেকে রাবিতে জ্বালানি অধিকার সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের গণ জমায়েত যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ
নাটোরে জোর পূর্বক কৃষকের জমি দখলের চেষ্টা

নাটোরে জোর পূর্বক কৃষকের জমি দখলের চেষ্টা

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় জোর পূর্বক এক কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। রোবার সকালে উপজেলার গালিমপুর কৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্টপুর গ্রামের মৃত পলান সরকার ওরফে জালালের ক্রয়কৃত ৩৪ শতাংশ জমি দির্ঘদিন থেকে তার ছেলে হাসেম আলী সহ ৪ ভায়ের ভোগ দখলে আছে। গত এক বছর থেকে মৃত বয়েজ সরকার এর ছেলে শাদু সরকার সহ তার ভাই বোনেরা ওই জমি তাদের দাবি করে জবর দখলের চেষ্টা করে আসছে।

গতকাল রোববার সকালে শাদু সরকার সহ তার ভাই বোনেরা জমিটি জবর দখলের উদ্দেশ্যে ওই জমিতে রাখা ইটসহ জমিতে থাকা কলা গাছ কেটে ফেলে এবং আম-কাঠাল পেড়ে নিয়ে যায়।

এ ব্যাপারে ভুক্তভুগী হাসেম আলী বলেন, আমি ও আমার সকল ভাই বোন অতি দরিদ্র। প্রতিপক্ষরা স্থানীয় প্রভাবশালীদের সহযোগীতায় প্রায় জমিটি দখলের চেষ্টা করে আসছে। ওই জমি নিয়ে নাটোর আদালতে মামলা চলমান আছে। আমি এর সঠিক বিচার চাই।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, কারো জমি যদি কেউ অবৈধভাবে জোর পূর্বক দখলের চেষ্টা করে সে ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

মতিহার বার্তা ডট কম – ১৭ জুন- ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply