আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় বাংলাদেশের

আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় বাংলাদেশের

ক্রীড়া ডেক্স: ব্যাটে বলে অনবদ্য সাকিব আল হাসান৷ মূলত সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করেই আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল বাংলাদেশ৷

৬২ রানে জয় টাইগার বাহিনীর৷ যা তাদের বিশ্বকাপে সেমি-ফাইনালে ওঠার পথ অনেকটাই সুগম করল৷ ব্যাটে হাফ সেঞ্চুরি ও বল হাতে এই ম্যাচে পাঁচ উইকেটের মালিক সাকিব৷

সাউথ্যাম্পটনে এদিন টসে জিতেছিল আফগান অধিনায়ক গুলবদন৷ প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে৷ ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬২ রান তোলে সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা৷ মুশফিক ৮৩ রান করে৷ তাকে যোগ্য সঙ্গত দেয় সাকিব আল হাসান৷ তাঁর সংগ্রহ ৫১৷

২৬২-র জবাবে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিলেন দুই ওপেনার গুলবদন ও রহমত৷ আফগান অধিনায়কের সংগ্রহে ৪৭ রান৷ রহমত করে ২৪৷ এরপরই শাহিদি, আসগর ও নবি জলদি প্যাভিলিয়নে ফিরে যায়৷ এরপরও দলকে জেতাতে আপ্রাণ লড়েছিলেন শিনওয়ারি এবং নাজিবুল্লা-রা৷ কিন্তু, তা যথেষ্ট ছিল না৷ শেষ পর্যন্ত ৪৭ ওভারে ২০০ রানে শেষ হয়ে যায় বিশ্ব ক্রিকেটে নবাগত আফগানিস্তান৷

এই ম্যাচে সেরা নির্বাচিত হন টাইগারদের সাকিব আল হাসান৷ বাংলাদেশ বোলারদের মধ্যে তাঁর সংগ্রহেই ৫ ইউকেট৷ ১০ ওভারে ২৯ রান দেয় সাকিব৷ এছাড়া মুস্তাফিজুর নিয়েছে ৮ ওভার বল করে ৩২ রান দিয়ে ২ উইকেট৷ সাইফ ও মোসাদ্দেক পেয়েছে ১টি করে উইকেট৷

অন্যদিকে আফগান বোলাদের মধ্যে উজ্জ্বল মুজিব উর রহমান৷ ১০ ওভার বল করে তার সংগ্রহে ৩ ইউকেট৷ গুলবদন ২ উইকেট নিয়েছে৷ মহম্মদ নবি ও দাওয়াত দু’জনেই ১টি করে উইকেট তুলে নেয়।

মতিহার বার্তা ডট কম  ২৪ জুন  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply