নওগাঁ প্রতিনিধি : নওগাঁর শস্যভান্ডার বলে পরিচিত পত্নীতলা উপজেলার কৃষকরা এবার বোরো চাষে লোকশান গোনার পর নতুন করে কোমর বেঁধে আমন চাষ করে আবারও ঘুরে দাঁড়াতে চায়।
কৃষকরা জানান বোরোতে তীব্র শ্রমিক সংকট ও পাকা ধানে পোকার আক্রমন এবং ধানের দাম না পাওয়ায় তাঁদের মোটা অংকের লোকশান গুনতে হয়েছে।লোকশানের কারণে তাঁদের ঋণের বোঝা মাথায় নিয়ে চলতি বর্ষা মওসুমে ধানের বীজতলা তৈরির মধ্যে দিয়ে আবারও আমন চাষ শুরু করেছেন।
উপজেলার পাটিচরা গ্রামের কৃষক হামিদুল ইসলাম কাশিপুরের ইয়াকুব আলী বহবলপুরের বিষ্ণপদসহ অনেক কৃষক জানান সেচ দিয়ে বীজতলা তৈরি করেছেন আর ক দিনের মধ্যে ধান রোপন করবেন তাঁরা।
এবার ধানের বাম্পার ফলনেরও আশা নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন কৃষকরা। ধান চাষে নায্যমূল্যে সার, বীজ কীটনাষক সেচ সুবিধাসহ কৃষিউপকরণ পেতে চায় কৃষক।ধানের নায্যমুল্য পাওয়ার আশা করছেন তাঁরা।
উপজেলা কৃষি অফিস জানান চলতি মওসুমে এখনও ধান চাষের লক্ষ্য মাত্রায় নির্ধারণ করা হয়নি।গত মওসুমে পত্নীতলায় ২৭ হাজার ৭৮০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে।
এতে বীজতলার প্রয়োজন ১ হাজার ৩৭৯ হেক্টর। পত্নীতলার কৃষকরা স্বর্ণা-৫, বিনা-৭, ব্রী- ৩৪,৫১,৭১,৭৫ ও দেশীও চিনি আতপ ধান চাষ করে থাকে।
মতিহার বার্তা ডট কম-২৫ জুন ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.