বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে কাচা রাস্তা নির্মাণ করা হয়েছে। আজ শনিবার সকাল নয় ঘটিকায় বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের চন্ডীপুর গ্রামের মাষ্টার অমল প্রামানিকের বাড়ী হতে প্রতিবন্ধী স্কুলের সামনে মনোরঞ্জন চক্রবর্তীর বাড়ী পর্যন্ত সরু রাস্তাটি প্রসস্থকরণ করা হয়।
রাস্তাটি দিয়ে পায়ে হেটে ছাড়া, ভ্যানগাড়ী পর্যন্ত চলাচল করতে পারতো না। বিশেষ করে চন্ডীপুর হিন্দু পাড়ার লোকজনের দুর্দশার অন্ত ছিলনা। তাদের উৎপাদিত ফসল ক্রয়-বিক্রয়ের জন্য ঘাড়ে-পিঠে করে ভ্যানগাড়ীতে তুলতে হতো। তাই তাঁরা বহুদিনের লালিত স্বপ্ন আজ নিজেরাই পূরণ করলেন।
এ রাস্তা নির্মাণে গ্রামবাসীদের উৎসাহ প্রদান এবং উপস্থিত থেকে উদ্বোধন করেন নরদাশ ইউনিয়নের ৪নং ইউনিট সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম রফিক,সাবেক মেম্বার মোজাফেফার আলী, ইউপি সদস্য মোমতাজ হোসেন প্রমুখ।
চন্ডীপুর গ্রামের বাসীন্দা গণেশ কুমার, সিদ্দিকুর রহমান,মসলেম প্রাং, মকছেদ আলী, দিব্যকান্ত প্রাং, ফরহাদ গাইন, এনতাজ প্রাং জানান, আমরা দীর্ঘ দিন এ রাস্তা নির্মাণে একমত হতে পারিনি, সেকারণে আমাদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
আজ রাস্তাটি নির্মাণ করতে পেরে আমাদের ভালো লাগছে। আগামীতে আমরা সম্মীলিত ভাবে গ্রামের উন্নয়নে কাজ করে যাবো।
মতিহার বার্তা ডট কম-২৯ জুন ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.