এসএম বিশাল: রাজশাহী নগরীর একটি ছাত্রবাসে ঘরের দরজা ভেঙ্গে আকিব (২০) কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১০টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধিন দেবিশিং পাড়ায় অবস্থিত এসএস স্টুডেন্ট প্যালেস ছাত্রাবাসের দোতলা সিংগেল রুমের দরজা ভেঙ্গে ওই ছাত্রের লাশ উদ্ধার করে বোয়ালিয়া থানা পুলিশ।
নিহত আকিব পাবনা জেলার ঈশ্বরদী থানাধিন মির্কামারী এলাকার মোঃ আব্দুর রহিমের ছেলে।
নিহত আকিবের খালু আব্দুর রশিদ জানায়, নগরীর ফুদকি পাড়ায় অবস্থিত এবেলা ছাত্রাবাসে থেকে আকিব রাজশাহী সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করে এ বছর। পরে বিশ্ববিদ্যালয় কোচিং-এ ভর্তি হয় এবং এসএস স্টুডেন্ট প্যালেস ছাত্রাবাসের দোতলায় একটি সিংগেল রুম ভাড়া নিয়ে পাড়াশোনো চালাতে থাকে।
আজ শনিবার পাশের রুমের শিক্ষার্থীরা আকিবের রুম থেকে ভেসে আসা পচা লাশের দূর্গন্ধ অনুভব করে। এ সময় তারা আকিবের রুমে ধাক্কা দিয়ে ডাকা-ডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে মেস মালিক মোঃ মামুনকে বিষয়টি জানায়।
মেস মালিক বোয়ালিয়া মডেল থানায় বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখেন শিক্ষার্থী আকিব শিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। এ সময় আকিবের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
জানতে চাইলে বোয়ালিয়া থানার সেকেন্ড অফিসার এসআই শাহীন জানায়, শিক্ষার্থী আকিবের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারনা ২/৩ দিন আগে সে গলায় ফাঁস দিয়ে অত্মহত্যা করেছে। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে গতকাল শনিবার সন্ধায় নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই এসআই।
মতিহার বার্তা ডট কম-২৯ জুন ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.