শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, রাজপুত পরিবারের ৫ জনের মৃত্যু

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, রাজপুত পরিবারের ৫ জনের মৃত্যু

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, রাজপুত পরিবারের ৫ জনের মৃত্যু
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, রাজপুত পরিবারের ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: সবে একবছর হয়েছে প্রয়াত হয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এখনও তাঁর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। তার মধ্যেই মঙ্গলবার সাত সকালে বিহারের লাখিসারাইতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন সুশান্তের পাঁচ পরিজন। তাঁর মধ্যে রয়েছে সুশান্তের দুই ভাগ্নে। এছাড়াও মৃত্যু হয়েছে সুশান্তের  বড় জামাইবাবু ওপি সিং-এর জামাইবাবু।

মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। পরিবারের পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের। গুরুতর আহত আরও চারজন। দুর্ঘটনায় নিহত পাঁচজনের দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে বিহারের লাখিসরাই হাসপাতালে।

অন্যদিকে, আহতদের চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে পাটনা হাসপাতালে। জানা গেছে, ভোরের দিকে হলসি থানার অন্তর্গত এলাকায় ট্রাক ও সুমোর মুখোমুখি সংঘর্ষ হয় তাতেই প্রাণ হারান সুশান্তের আত্মীয়রা। মৃতদের সকলেই পরিবারের এক সদস্যের শেষকৃত্যে যোগ দিতে পাটনা গিয়েছিলেন। সেখান থেকে অনুষ্ঠানে জামুইখেরা ফেরার পথে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

মৃতের তালিকায় রয়েছে লালজিত সিং, ভাগ্নে নেমানি সিং ওরফে অমিত শংকর, রামচন্দ্র সিং এবং মগিনা দেবী, অনীতা দেবী-র নাম। প্রত্যক্ষদর্শীদের মতে ভোরের দিক কুয়াশা ছিল, এদিকে যে সুমোতে সুশান্তের আত্মীয়েরা ছিলেন সেই গাড়ির গতিও নিয়ন্ত্রণে না থাকায় ঘটে দুর্ঘটনা।

গত বছর আচমকা প্রয়াত হন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তিনি মারা যাওয়ার পর তাঁর আত্মহত্যার তদন্তে নামে এনসিবি, ইডি সহ একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনায় নাম জড়ায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ, মাদক পাচার থেকে শুরু এরকম নানা অভিযোগ ওঠে। এমনকী জেলবন্দিও করা হয় রিয়া ও তাঁর ভাইকে। সুশান্তের মৃত্যুর পর ক্রমাগত সাওয়াল তুলেছেন অঙ্কিতা। সরাসরি না হলেও অভিনেতার অকাল মৃত্যু নিয়ে রিয়া চক্রবর্তীকে কাঠগড়ায় তোলেন সুশান্তের প্রাক্তন অঙ্কিতা লোখান্ডে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply