শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
কাকিমাকে নিয়ে পালাল ভাইপো, মাথায় হাত কাকার !

কাকিমাকে নিয়ে পালাল ভাইপো, মাথায় হাত কাকার !

আন্তর্জাতিক ডেস্ক : কাকিমাকে নিয়ে চম্পট ভাইপোর। প্রায় তিন মাস পর কাকিমা এবং অভিযুক্ত ভাইপোকে উদ্ধার করল পুলিশ। হুগলির চণ্ডীতলা থানার কলাছড়া গ্রাম থেকে উদ্ধার করে কাকিমা পাপিয়া ঘোষ ও ভাইপোকে উদ্ধার করে কাটোয়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অপহরণ না অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কাকাকেও। এমন ঘটনায় রীতিমত হতবাক পুলিশও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার বাসিন্দা মহাদেব ঘোষ অভিযোগ করেন যে, গত ১৩ এপ্রিল ডাক্তার দেখানোর নামে বাড়ি থেকে বেরন তাঁর স্ত্রী পাপিয়া ঘোষ। অভিযোগ, পাপিয়াকে সঙ্গে নিয়ে বের হন ভাইপো। সকালের বাড়ি থেকে বের হয় দুজনে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি ফেরে না দুজনে। এরপরেই খোঁজাখুঁজি শুরু হয়ে যায় সর্বত্র। আত্মীয়দের বাড়ি গিয়েছে কিনা তাও খোঁজখবর নেন পরিবারের লোকজন।

কিন্তু কোনও খবর না পাওয়াতে পুলিশের দ্বারস্থ হন মহাদেব ঘোষ। কাটোয়া থানায় ভাইপোর বিরুদ্ধে স্ত্রীকে অপহরণের অভিযোগ দায়ের করেন। মহাদেব ঘোষের অভিযোগে ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে। প্রায় মাসখানেক কাটলেও কোনও খবর না পাওয়া যাওয়াতে ক্রমেই চিন্তা বাড়ে।

কিন্তু আজ শনিবার পাপিয়া ঘোষ ও ভাইপোকে উদ্ধার করে কাটোয়া থানার পুলিশ। চণ্ডীতলা থানার কলাছড়া গ্রাম থেকে উদ্ধার করা তাঁদের।

মতিহার বার্তা ডট কম – ২৭  জুলাই  ২০১৯:

খবরটি শেয়ার করুন..

Leave a Reply