সীমান্ত নদী জাদুকাটায় ভারতীয় গোল কাঠের চালান জব্দ

সীমান্ত নদী জাদুকাটায় ভারতীয় গোল কাঠের চালান জব্দ

সিলেট প্রতিনিধি : ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাংলাদেশ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের জাদুকাঁটা নদী থেকে ভারতীয় বিপুল পরিমাণ চোরাই গোল কাঠের চালান জব্দ করেছে।,

মঙ্গলবার বনবিভাগে জব্দকৃত কাঠের চালানটির মুল প্রায় সাড়ে তিন লাখ টাকা হবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।

বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, জেলার তাহিরপুরের লাউড়েগড় বিওপির বিজিবি টহল দল সোমবার মধ্যরাত পরবর্তী সাড়ে তিনটার সীমান্ত নদীর জাদুকাঁটা থেকে চালিবাঁধা অবস্থায় বিভিন্ন প্রজাতির ৮৪.৩৮ ঘনফুট ভারতীয় গোলকাঠ জব্দ করে।

সীমান্তের ওপার -এপারের চোরাকারবারিরা গোপন সমঝোতার পর চালি বেঁধে নৌ পথে বাংলাদেশ অভিমুখে ভাসিয়ে দিয়েছে বলে বিজিবি গোপন সংবাদ পেয়ে সেই অবৈধ কাঠের চালানটি জব্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

মতিহার বার্তা ডট কম  ১৫ আগস্ট  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply