রাজশাহীর আদিবাসী কন্যা মেলোডি রিলামালা চান্স পেলেন মেডিকেলে

রাজশাহীর আদিবাসী কন্যা মেলোডি রিলামালা চান্স পেলেন মেডিকেলে

রাজশাহীর আদিবাসী কন্যা মেলোডি রিলামালা চান্স পেলেন মেডিকেলে
রাজশাহীর আদিবাসী কন্যা মেলোডি রিলামালা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী আদিবাসী জনগোষ্ঠীর অঞ্চল থেকে মেলোডি রিলামালা সরেন (১৮) নামের এক শিক্ষার্থী মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি নগরীর কোর্ট টালিপাড়া এলাকার মানুয়েল সরেনের মেয়ে। এবছর রাজশাহী সরকারি মহিলা কলেজ এইচএসসি পাস করেন তিনি।

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে প্রকাশিত হয়েছে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল। আর গত শুক্রবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেলোডি রিলামালা সরেন জানায়, ‘অনেক খুশি লাগছে। অনেক আশা ছিলো ডাক্তারি পড়ার। সেই সুযোগ আজ হাতে এসেছে। পড়াশোনা শেষে অনেক বড় ডাক্তার হতে চাই। মেলোডি তার শিক্ষকমন্ডলী ও শুভানুধ্যায়ী সকলকে ধন্যবাদ জানান।’

জানা গেছে, এছাড়া মেলোডির বাবা মানুয়েল সরেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালাচারাল অ্যাকাডেমির সংগীত প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। মা মণি কিসকু এক জন গৃহিণী।

এদিকে আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি যোগন্দ্রেনাথ সরেন শিক্ষার্থী মোলোডিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই শিক্ষার্থীর কৃতিত্বে অন্যান্য আদিবাসী শিক্ষার্থীরা উৎসাহিত হবে।

মতিহার বার্তা ডট কম ১৭ অক্টোবর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply