রাজশাহীর পুঠিয়ায় বিষধর সাপের ছোবলে নারীর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় বিষধর সাপের ছোবলে নারীর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় বিষধর সাপের ছোবলে নারীর মৃত্যু

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় পরিত্যাক্ত ঘরে খর আনতে গিয়ে বিষধর সাপের কামড়ে আহত হন গৃহবধু কামরুন্নাহার বেগম (৪০)। পরে তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আজ (১১ অক্টোবর) রোববার দুপুরে নিজ বাড়িতে সাপে কাটার ঘটনা ঘটে এবং বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে তার মৃত্যু হয় ।

নিহত কামরুন্নাহার বেগম উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ড কাঁঠালবাড়িয়া মহল্লার জিল্লুর রহমানের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মিন্টু জানান, দুপুরে ওই নারী রান্নার জন্য নিজ বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে খর আনতে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা একটি বিষধর সাপ তার হাতের আঙ্গুলে ছোবল মারে। সাপের ছোবলে তিনি গুরুতর আহত হলে তাৎক্ষনিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়েছে।

মিন্টু আরো জানান, হাসপাতাল থেকে মৃতের মরদেহ বাড়িতে আনার পর রাত ৮ টায় জানাযা শেষে মরদেহ দাফন করা হয়েছে।

মতিহার বার্তা ডট কম: ১১ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply