রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ ২-মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ ২-মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগর ও জেলা পুলিশের অভিযানে আটক-৯৩
রাজশাহী নগর ও জেলা পুলিশের অভিযানে আটক-৯৩

এসএম বিশাল: রাজশাহী মহানগরীতে র‌্যাব ও পুলিশের পৃথক দুই অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে রাত পৌঁনে ১০টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে চাপাইনবাবগঞ্জ রেল ষ্টেশন এলাকা থেকে ৩কেজি গাঁজাসহ মোঃ নাজিম উদ্দিন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৫, রাজশাহী মোল্লা পাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল।

গ্রেফতারকৃত নাজিম উদ্দিন শিবগঞ্জ থানাধিন হটাৎপাড়া গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে।

অপর এক অভিযানে দুই কেজি গাঁজাসহ মোঃ জেনারুল ইসলাম (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধিন শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসআই নাসির ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত জেনারুল শিবগঞ্জ থানাধিন নামো জগনাতপুর দোভাগী গ্রামের আব্দুল গনির ছেলে।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মণ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দুইজনের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

মতিহার বার্তা ডট কম: ৩০ অক্টোবর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply