প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর পরিবার থেকেই আটক অভিনন্দনকে ফেরানোর আবেদন

প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর পরিবার থেকেই আটক অভিনন্দনকে ফেরানোর আবেদন

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানিদের মধ্যে ক্রমশ জোরালো হচ্ছে ভারতীয় বিমানচালক উইং কমান্ডার অভিনন্দনের মুক্তির দাবি৷ এবার সেই দাবি উঠল পাকিস্তানের অন্যতম রাজনৈতিক পরিবার- ভুট্টো পরিবার থেকে৷

এই পরিবার থেকে দু’জন প্রধানমন্ত্রী পেয়েছে পাকিস্তান৷ যিনি অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেওয়ার আবেদন পাক সরকারকে করেছেন তিনি বিশিষ্ট লেখিকা ফাতিমা ভুট্টো৷

লেখিকা ছাড়াও ফাতিমার আরও এক পরিচয় আছে৷ তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর নাতনি ও বেনজির ভুট্টোর খুড়তুতো বোন৷

অভিনন্দনের মুক্তির দাবিতে কলম ধরেছেন ফাতিমা ভুট্টো৷ নিউ ইয়র্ক টাইমসে ৩৬ বছর বয়সী এই লেখিকা লিখেছেন, আমার মতো পাকিস্তানিরা চায় ভারতীয় বিমানচালক উইং কমান্ডারকে মুক্তি দেওয়া হোক৷ অভিনন্দনকে মুক্তি দিলে গোটা বিশ্বের কাছে পাকিস্তান এই বার্তা পৌঁছে দিতে পারবে যে তারা শান্তি ও মানবতার পক্ষে৷

তিনি আরও লেখেন, পাকিস্তানের দীর্ঘ সময় যুদ্ধ করেই কেটে গিয়েছে৷ আর কোনও পাকিস্তানি সৈনিকের মৃত্যু তিনি দেখতে চান না৷ এমনকী ভারতের সেনারা মারা যাক সেটাও তিনি চান না৷ অসংখ্য বাবা-মায়ের কোল খালি হবে, অনেক শিশু অনাথ হবে৷

প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর ছেলে মুর্তাজা ভুট্টোর মেয়ে হলেন ফাতিমা৷ তিনি লেখেন, দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ুক চায় না বর্তমান পাক প্রজন্ম৷ সঠিক কে সঠিক বলতেও এই প্রজন্ম ভয় পায় না৷ এটা ঠিক দীর্ঘ সময় পাকিস্তান মিলিটারি শাসনের অধীনে ছিল৷

তার উপর সন্ত্রাসের কালো ছায়া দেশকে আবৃত করে রেখেছিল৷ তার মানে এটা নয় বর্তমান প্রজন্মের মধ্যে কোনও সহিষ্ণুতা নেই৷ তারা যুদ্ধ চায়৷

মতিহার বার্তা ডট কম ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply