মতিহার থানায় জিডি নিতে সাংবাদিককে হয়রানী, ৯৯৯-এ কল দিয়ে প্রতিকার

মতিহার থানায় জিডি নিতে সাংবাদিককে হয়রানী, ৯৯৯-এ কল দিয়ে প্রতিকার

মতিহার থানা অঞ্চলে জুয়া ও মাদকের খোলামেলা ব্যবসা, চুরি, ছিনতাই নিত্যদিনের ঘটনা
মতিহার থানা অঞ্চলে জুয়া ও মাদকের খোলামেলা ব্যবসা, চুরি, ছিনতাই নিত্যদিনের ঘটনা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর মতিহার থানায় একটি সাধারন ডায়েরী নিতে সাংবাদিককে হয়রানীর অভিযোগ উঠেছে।

গতকাল (২৩ মার্চ) মঙ্গলবার সন্ধা ৭টায় হুমকির নিরাপত্তা চেয়ে নগরীর মতিহার থানায় একটি সাধারন ডায়েরী করতে যান সাংবাদিক মাসুদ রানা রাব্বানী।

এ সময় ডিউটি অফিসার সাধারন ডায়েরীর কপি গ্রহণ করেন। এরপর ফোন দেন সেকেন্ড অফিসার এসআই ইমরানকে। এ সময় সাংবাদিককে বলা হয় কপিটি রেখে যান ওসি স্যারকে দেখাতে হবে। সন্ধা গড়িয়ে রাত সোয়া একটা থানায় মশা মারছি। তারপরও সাধারন ডারেরী নামের সোনার হরিন মেলেনি। অবশেষে ৯৯৯-এ কল দিয়ে অবগত করা হয়।

পরে থানা থেকে ডেকে জিডিটি এন্ট্রি করা হয় রাত ১টা ২০মিনিটে। এই হলো মতিহার থানার জন সেবা।

৯৯৯-এ কল দেয়ার আগে রাত সোয়া একটায় ওসি সিদ্দিকুর রহমান জানান আগামীকাল বুধবার (২৪ মার্চ) বেলা ১১টায় জিডি এন্ট্রি করা হবে। পেশাদার সাংবাদিক হয়েও ডিজির জন্য থানায় হয়রানী। কল দিতে হচ্ছে ৯৯৯ এ!

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply