আমেরিকা টুর্নামেন্টে জার্সি পরির্বতন করে খেলতে দেখা যাবে মেসিদের।

আমেরিকা টুর্নামেন্টে জার্সি পরির্বতন করে খেলতে দেখা যাবে মেসিদের।

মতিহার বার্তা ডেস্ক : জার্সিতে পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের জার্সি বদল নিয়ে অনেকেই বলাবলি করছেন, হয়ত জয়ের ভাগ্য ফেরাতেই জার্সিতে পরিবর্তন এনেছে আর্জেন্টিনা।

আগামী ১৪ জুন থেকে শুরু হবে দক্ষিণ আমেরিকার জনপ্রিয় প্রতিযোগিতা কোপা আমেরিকা। ১৯১৬ সাল থেকে আয়োজিত প্রতিযোগিতায় ১২টি দল অংশ নিলেও এবার ব্রাজিলের মাঠে অনুষ্ঠিতব্য আসরে খেলবে ১৬টি দল। আসন্ন কোপা আমেরিকা আসরকে সামনে রেখে জয়ের খরা ফেরাতে জার্সিতে পরিবর্তন এনেছে আর্জেন্টিনা।

আগামী ১৫ জুন কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকা টুর্নামেন্টে নতুন জার্সিতে খেলতে দেখা যাবে মেসিদের।

জার্সিতে পরিবর্তন আনলেও রঙে কোনো বদল আনা হয়নি। আগের সেই আকাশী নীল ও সাদা রঙের জার্সিতেই নতুন ডিজাইন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে সবশেষ কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। এর পর চারবার খেলেও শিরোপা জিততে পারেনি লিওনেল মেসিরা।

স্বাধীন কথা ডট কম – ০৬ মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply