ধানের সাথে এ কেমন শত্রুতা?

ধানের সাথে এ কেমন শত্রুতা?

ধানের সাথে এ কেমন শত্রুতা?
ধানের সাথে এ কেমন শত্রুতা?

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার খয়রাবাদ এলাকার ধানি জমিতে আগাছানাশক বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে। শনিবার (১০ সেপ্টেম্বর) এ ঘটনাকে কেন্দ্র করে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ হয়েছে।

লিখিত অভিযোগ ও জমির ভোগদখলকারি আব্দুর রাজ্জাক এর বক্তব্যে জানা গেছে, রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মৌজায় প্রায় এক বিঘা জমি ডিগ্ৰিধারী দীর্ঘদিন ধরে ভোগদখল করে খাচ্ছে। বর্তমানে সেখানে তার চিকন ধান রয়েছে। ধান রোপন করার পরে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ) রাতের কোনো এক সময়ে কে বা কাহারা তার জমির ধানে আগাছা নাশক বিষ প্রয়োগ করেছে। ফলে তার ধান আসতে আসতে নষ্ট হয়ে যাচ্ছে।

রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক এর সাথে কথা হলে তিনি জানান, ধানে আগাছা নাশক বিষ প্রয়োগের আব্দুর রাজ্জাকের অভিযোগটি গতকাল পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply