ফোন কেড়ে নেওয়ায় সালমানের বিরুদ্ধে মামলা

ফোন কেড়ে নেওয়ায় সালমানের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেক্স : ফের বিতর্কে অভিনেতা সলমন খান৷ পথচারীর মোবাইল ফোন কেড়ে নিয়ে হেনস্থার অভিযোগে থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ পালটা ওই পথচারীর বিরুদ্ধেও তাঁকে অনুসরণ করার অভিযোগ আনেন সলমন৷

ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে৷ লিঙ্কিং রোড দিয়ে সাইকেল চালাচ্ছিলেন সলমন৷ সেই সময় তাঁরই এক ভক্ত যুবক প্রিয় অভিনেতাকে দেখে ভিডিও করতে শুরু করে৷ বাঁধা দিলেও ভিডিও করা থামায়নি সে৷ রেগে যান সলমন৷ বচসা শুরু হয় সলমনের সঙ্গে ওই যুবকের৷ অভিযোগ ওই সময়ই যুবকের থেকে তার মোবাইল ফোনটি কেড়ে নেন তিনি৷

এরপরই বুধবার রাতেই ডিএন নগর পুলিশ স্টেশনে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই যুবক৷ মোবাইল কেড়ে নেওয়ার সঙ্গেই অসভ্য ব্যবহারের অভিযোগ আনা হয়৷

পালটা সলমনের তরফেও বলা হয়, যুবককে তাঁর দেহরক্ষী অনুমতি ছাড়া ভিডিও তুলতে নিষেধ করলেও শোনেনি সে৷ উলটে জোড়াজুড়ি করতে থাকে ওই যুবক৷ তাই বাধ্য হয়েই নিরাপত্তার কারণে মোবাইলটি কেড়ে নিতে হয়৷

বিতর্ক নতুন নয় সলমনের জীবনে৷ এর আগেও কৃষ্ণসার হরিণ হত্যা, হিট এণ্ড রান মামলায় নাম জড়িয়েছে এই অভিনেতার৷ ইদের সময়ই প্রকাশিত হবে সলমন খানের সিনেমা ভারত৷ ইতিমধ্যেই ভারতের ট্রেলর বাজারে এসে গিয়েছে৷ বর্তমানে দাবাং-৩ ছবির শ্যুটিং-এ ব্যস্ত সলমন৷ মধ্যপ্রদেশের পর এখন শ্যুটিং চলছে মুম্বতে৷

মতিহার বার্তা ডট কম  ২৭  এপ্রিল  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply