শিরোনাম :
রাজশাহীতে ফেন্সিডিল ও বিদেশীমদসহ আটক- ২

রাজশাহীতে ফেন্সিডিল ও বিদেশীমদসহ আটক- ২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ও বানেশ্বরে পৃথক দুই অভিযানে ফেন্সিডিল ও বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে চারঘাট থানাধীন গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিলসহ মোঃ রাজন হোসেন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত রাজন রাজশাহী নগরীর মতিহার থানাধিন খোজাপুর এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে। আটককৃত রাজনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

অপর এক অভিযানে পুঠিয়া থানাধীন বানেশ্বর থান্দারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৮ বোতল বিদেশী মদসহ মোঃ রাজু আহমেদ রাজীব (২৭) নামের এক মাদক ব্যবসায়কে আটক করেছে র‌্যাব।

গতকাল সোমবার দিবাগত রাত ১০টা ৫মিনিটে তাকে আটক করা হয়। অভিযান দু’টি পরিচালনা করেন, র‌্যাব-৫, রাজশাহী নগরীর সিপিএসসির মোল্লা ক্যাম্পের একটি আভিযানিক দল।

আটককৃত রাজু আহমেদ রাজীব রাজশাহী নগরীর কর্ণহার থানাধিন দারুসা কবিরাজপাড়া, (হুজুরিপাড়া) এলাকার কছিম উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, আটককৃত রাজু’র বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের আগে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করনা হবে।

মতিহার বার্তা ডট কম-০৯ জুলাই  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply