নিজস্ব প্রতিবেদক : প্রহরীর গলা কেটে রূপালী ব্যাংকের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর যেকোনো সময় এ ঘটনা ঘটে। তবে সংকটাপূর্ণ অবস্থায় রয়েছে অহত প্রহরী লিটন বলে চিকিৎসক জানিয়েছেন। লিটনের গলায় গভীর ক্ষত রয়েছে।
রূপালী ব্যাংকের (রুয়েট) শাখার ব্যবস্থাপক সোয়াইবুর রহমান খান বলেন, মুখোশ পরা দুর্বৃত্তরা ব্যাংকে প্রবেশ করে সিসি ক্যামেরাগুলো ভেঙে লিটন গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে তারা ভোল্টের পাশের দেয়াল কাটার চেষ্টা করেছে। আহত অবস্থায় প্রহরী লিটন ফোন করে ডাকাতির চেষ্টার ঘটনা জানান ব্যাংকের এক কর্মকর্তাকে। পরে তিনিও জানতে পেরে ব্যাংকে ছুটে আসেন।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন খান সাংবাদিকদের জানায়, দুর্বৃত্তরা ব্যাংকের ফটকের তালা ভেঙে ফেলে। এ সময় তারা নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ব্যাংকের ভোল্ট ভাঙার চেষ্টা চালায়। কিন্তু ব্যর্থ হয়ে একপর্যায়ে তারা পালিয়ে যায়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী উপকমিশনার রুহুল কুদ্দুস বলেন, ব্যাংকে ডাকাতির জন্যই দুর্বৃত্তরা ভেতরে ঢুকেছিল। তারা ভল্ট ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। পরে তারা পালিয়ে যায়।
মতিহার বার্তা ডট কম ১৩ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.