চারঘাটে সদ্য পুলিশের চাকরি প্রাপ্ত সদস্যদের অভ্যর্থনা

চারঘাটে সদ্য পুলিশের চাকরি প্রাপ্ত সদস্যদের অভ্যর্থনা

শিমুল ইসলাম ,চারঘাট প্রতিনিধি: রাজশাহী চারঘাটে সদ্য পুলিশের চাকরি পাওয়া ১৪ সদস্যকে পুলিশের চাকুরি সম্পর্কে বিভিন্ন দিক নিদের্শেনা মূলক পরামর্শ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করিয়েছেন চারঘাট মডেল থানা পুলিশ।

গত ০১ জুলাই পুলিশ কনেস্টবল নিয়োগে মাধ্যমে রাজশাহীর জেলার চারঘাট থেকে ১৪ জনের পুলিশ কনেস্টবলের চাকুরি হয়। ১০৩ টাকায় নিয়োগ প্রাপ্ত কনস্টেবলরা হলেন, উপজেলার বনকিশোর গ্রামের তুষার আলী,খোর্দ্দগোবিন্দপুর গ্রামের রেজওয়ান

আহম্মেদ,আস্করপুর গ্রামের আমিনুল ইসলাম ও রাসেল রানা,গৌরশহরপুর গ্রামের শাহরিয়ার প্লাবন,শ্রীখন্ডী গ্রামের মোস্তাফিজুর রহমান,মিয়াপুর গ্রামের ফেরদৌস আল আজাদ,পিরোজপুর গ্রামের তন্ময় হোসেন,অনুপামপুর গ্রামের নাহিদ হাসান,ঝিকড়া

গ্রামের মৌসুমি খাতুন,রায়পুর গ্রামের বিথী ইয়াসমিন, পিরোজপুর গ্রামের রিফাইন ইয়াসমিন,বিল মেরামাতপুর গ্রামের সুমনা খাতুন,কুঠিপাড়া গ্রামের নিশা আক্তার মিম।

এছাড়া অপেক্ষমান তালিকায় রয়েছেন থানাপাড়া গ্রামের তামিম সরকার,বালিয়াডাঙ্গা গ্রামের সাকিব আল হাসান, বড়বড়িয়া গ্রামের মুন্নি খাতুন ও কালুহাটি গ্রামের রুপালী খাতুন। চাকরি পাওয়া পুলিশ কনস্টেবলরা বলেন, আমরা লোকমুখে শুনতাম লক্ষ লক্ষ টাকা দিলে তবেই পুলিশের চাকরি হয়।

এখন দেখছি সব মিথ্যা। আমরা কল্পনাও করতে পারেননি মাত্র ১০৩ টাকায় এইভাবে পুলিশের চাকরি পাবো। এজন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে তারা ধন্যবাদ জানান। তারা নিষ্ঠা ও সততার সাথে এই সেবায় নিজেদেরকে সর্বদা নিয়োজিত রাখবেন বলেও জানিয়েছেন।

চারঘাট মডেল থানার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, এখানে যারা নিয়োগ পেয়েছেন তারা মধ্যবিত্ত ও নিম্মবিত্ত পরিবারের সন্তান। আমরা তাদেরকে অর্ভ্যথনা দিয়েছি যে, তারা যেন সততার সাথে, নিষ্ঠার সাথে এই পেশাকে গ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে নিয়োগ পাওয়া ওই পুলিশ কনস্টেবলদের আত্মীয়-স্বজনরাও উপস্থিত ছিলেন।

মতিহার বার্তা ডট কম  ১৪ জুলাই ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply