রাজশাহীতে চার দফা দাবিতে নার্স শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহীতে চার দফা দাবিতে নার্স শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : পুরনো কারিকুলাম বহালসহ চার দফা দাবিতে ১১তম দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১২টায় নার্সিং কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।

শিক্ষার্থীদের দাবি গুলো হলো-পুরাতন কারিকুলাম বহাল রাখা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু করা, ইন্টার্ন ভাতা ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং উপবৃত্তি দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় উন্নীত করা, সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃজনপূর্বক নার্সিং কলেজসমূহ পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা।

শিক্ষার্থীরা জানায়, তাদের ক্লাস-পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রেখে তারা এসব কর্মসূচি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এমন আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন শিক্ষার্থীরা

মতিহার বার্তা ডট কম  ১৬  জুলাই ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply