এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের অধ্যক্ষ মেয়র কালামের শুভেচ্ছা

এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের অধ্যক্ষ মেয়র কালামের শুভেচ্ছা

আঃ আলিম বাগমারা প্রতিনিধি : এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহীর শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাহেরপুর পৌর মেয়র । একই সঙ্গে তিনি অনুত্তীর্ণ শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করে আগামীবারের জন্য প্রস্তুতির আহ্বান জানান। মঙ্গলবার বিকালে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তাহেরপুর পৌরসভার আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামীর কর্ণধার। দেশপ্রেমের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেনতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতির সেবায় তোমাদের মনোনিবেশ করতে হবে। তোমাদের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তবেই এগিয়ে যাবে বাংলাদেশ।

এ বছর রাজশাহী বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ৩৮ শতাংশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী শিক্ষাবোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রামানিক এই ফলাফল ঘোষণা করেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৭৫৮টি কলেজ থেকে পরীক্ষার্থী ছিল এক লাখ ৫১ হাজার ১৩৪ জন। এদের মধ্যে পাস করেছে এক লাখ ১৩ হাজার ৫৫০ জন শিক্ষার্থী।

এর মধ্যে রাজশাহী জেলা থেকে ২৯ হাজার ৬৪২ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২৪ হাজার ৫২৬ জন। এদের মধ্য থেকে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ১২৪ জন।

মতিহার বার্তা ডট কম-১৭ জুলাই  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply