পুঠিয়া প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস পুঠিয়া রাজবাড়ি পরিদর্শন করেন। আজ সোমবার সকাল সাড়ে আটটায় পুরাকীর্তি সমৃদ্ধ ঐতিহ্যবাহী পুঠিয়া রাজবাড়িতে এসে পৌঁছান।
সেসময় তিনি পুঠিয়া রাজবাড়ি সংলগ্ন বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি বড়শিব মন্দির ও গোবিন্দ মন্দিরে পুজাদেন।
পুঠিয়া রাজবাড়ি পরিদর্শনের সময় ভারতীয় হাইকমিশনারের সাথে উপস্থিত ছিলেন, সহাকারী ভারতীয় হাইকমিশনার রাজশাহী, সঞ্জীব কুমার ভাটি, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ শাকিল উদ্দিন আহম্মেদ, পুঠিয়া হিন্দুকল্যাণ ও সংস্কার সমিতির সহ-সভাপতি চঞ্চল কুমার চৌধুরী, সম্পাদক পল্লব কুমার সেন গুপ্ত, সদস্য লিটন কুমারসহ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতিহার বার্তা ডট কম – ২২ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.