গুজব বিরোধী সচেতনতা সপ্তাহ” রাজশাহী পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

গুজব বিরোধী সচেতনতা সপ্তাহ” রাজশাহী পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ছেলে ধরা গুজব আতঙ্ক প্রতিরোধে সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজশাহীর সম্মানিত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সাংবাদিকদের উদ্দেশ্যে ছেলে ধরা গুজব বিরোধী সংক্রান্তে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন রাজশাহীর পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মাহামুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইফতে খায়ের আলম ও সহকারি পুলিশ সুপার (ডিএসবি) রুবেল আহমেদ।

সাম্প্রতিক পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজব ছড়িয়ে এক শ্রেণীর মানুষ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর ফলে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং অনেকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন। অনেকেই আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। বাস্তবিক অর্থে ছেলে ধরা বিষয়টি সম্পূর্ণরূপে একটি গুজব। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন ছেলে ধরা গুজবে কেউ কান দিবেন না। দেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্থীতিশীল করতে একশ্রেণীর মানুষ এই গুজব ছড়াচ্ছে। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে ছেলে ধরা বলে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাকে পুলিশের নিকট সোপর্দ করবেন এবং পুলিশকে বিষয়টি তাৎক্ষনিকভাবে জানাবেন।

এছাড়া সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরণের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রেস ব্রিফিং, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচী পালন, সচেতনতামূলক প্রচারণাপত্র (লিফলেট) বিতরন, থানা এলাকায় মাইকিং করা, মসজিদের ইমামদের মাধ্যমে জন সচেতনতা তৈরী করা, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা ইত্যাদি। এছাড়া পুলিশ সুপার প্রেস ব্রিফিং এ জেলা পুলিশের পক্ষে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি বিতরন করেন এবং গুজব বিরোধী বিষয়কে ব্যপকভাবে প্রচার করার জন্য উপস্থিত সাংবাদিকবৃন্দের প্রতি আহবান জানান।

মতিহার বার্তা ডট কম  ২৬  জুলাই ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply