রাজশাহীতে পুলিশের অভিযানে মাদকসহ আটক-৭৬

রাজশাহীতে পুলিশের অভিযানে মাদকসহ আটক-৭৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগর পুলিশের অভিযানে ৭৬ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে শুরু করে আজ শনিবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।

অভিযান চলাকালীন সময় থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১৩ জন, রাজপাড়া থানা-০৭ জন, চন্দ্রিমা থানা-১০ জন, মতিহার থানা-০৪ জন, কাটাখালি থানা-০৬ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০২ জন, এয়ারপোর্ট থানা-০২ জন, পবা থানা-০৬ জন, কাশিয়াডাঙ্গা থানা-১২ জন, কর্ণহার থানা-০৩ জন, দামকুড়া থানা-০৬ জন ও ডিবি পুলিশ-০৩ জনকে আটক করে।

যার মধ্যে ২০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বোয়ালিয়া মডেল থানা পুলিশ মোঃ কাউছার (২৩) কে ০৪ বোতল ফেন্সিডিল সহ আটক করে, মোঃ সরোয়ার হোসেন লাকু(৪৬)কে ১০ গ্রাম হেরোইন সহ আটক করে, মোঃ রাসেল(৩৬)কে ০৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, মোঃ নাসির উদ্দিন(২০)কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা সহ আটক করে।

রাজপাড়া থানা পুলিশ মোঃ সোহাগ(২৮)কে ০৪ গ্রাম গ্রাম হেরোইন সহ আটক করে, মোঃ মনিরুল ইসলাম রানা(৩০)কে ০৯ গ্রাম হেরোইন সহ আটক করে।

মতিহার থানা পুলিশ মোঃ লালন মাহবুব(২৫)কে ১৫ গ্রাম হেরোইন সহ আটক করে, মোঃ কাউসার রেজা হ্নদয়(২৪)কে ০৩ গ্রাম হেরোইন সহ আটক করে।

কাটাখালি থানা পুলিশ মোঃ জিয়া(৪০)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে, মোঃ নবী(৫১)কে ৫.৫০ গ্রাম হেরোইন সহ আটক করে।

বেলপুকুর থানা পুলিশ মোঃ মঞ্জিল আলী (৩৫)কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।

এয়ারপোর্ট থানা পুলিশ মোঃ আজিজুল(৩২)কে ০১ গ্রাম হেরোইন সহ আটক করে।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মোঃ বিপল্ব হোসেন(২১)কে ০৮ গ্রাম হেরোইন সহ আটক করে, মোঃ রিয়াজুল(৩৫)কে ০৬ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে, মোসাঃ ববিতা বেগম(৩০)কে ১০ গ্রাম হেরোইন সহ আটক করে, মোঃ টিটু(৪৮), মোঃ আলম(৩০)দ্বয়কে ১০০ গ্রাম গাঁজা ও ০৬ গ্রাম হেরোইন সহ আটক করে।

দামকুড়া থানা পুলিশ মোঃ রনি ইসলাম(৩০)কে ০৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে।

ডিবি পুলিশ মোঃ সেন্টু(৩৮)কে ০২ গ্রাম হেরোইন সহ আটক করে, মোঃ ওহিদুজ্জামান লাজুক(৪২)কে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।

জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস বলেন, নগরীর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে চলমান অভিযানে উপরোক্ত ব্যক্তিদের বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মতিহার বার্তা ডট কম  ২৭  জুলাই ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply