নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার গোদাগাড়ীর হনুমন্তনগর এলাকায় ২৪২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। আজ শুক্রবার বিজিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, সাহেবনগর বিওপি’র হাবিলদার মাহমুদুল ইসলামসহ কয়েকজন নিয়মিত টহল পরিচালনা করেন। এসময় ২৪২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯৮ হাজার ৯২০ টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটকবা সনাক্ত করা সম্ভব হয়নি।
বিজিবি আরো জানায়, জব্দকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে।
মতিহার বার্তা ডট কম – ০২ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.