গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম শাকিলা (১০)। সে উপজেলার পানিহার এলাকার পোহাপুর গ্রামের ইয়াহিয়ার মেয়ে।
শাকিলা কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে পরীক্ষা দিতে যাওয়ার জন্য বাড়ীর পাশে পুকুরে গোসল করতে নামে শাকিলা। কিচ্ছুক্ষণ পর তার সহপাঠীরা স্কুলের দিকে যাওয়ার সময় পুকুরের পাড়ে শাকিলার জামা কাপুড় দেখতে পেয়ে পরিবার ও এলাকাবাসীকে খবর দিলে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয় ।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পুকুরে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এ বিষয়ে মামলা হবে বলেও জানান তিনি।
মতিহার বার্তা ডট কম ০৮ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.