মতিহার বার্তা ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মইজ্জ্যারটেকের ফসিল গ্যাস স্টেশনের সামনে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।এ ঘটনায় আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে তাৎক্ষনিকভাবে সবার পরিচয় পাওয়া যায়নি।বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত যাত্রীরা সবাই কক্সবাজারমুখি ছিলেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার ফসিল ফিলিং স্টেশন এলাকায় ইউটার্ন নিতে গিয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় একটি বাস। এতে অন্তত ১২ জন যাত্রী আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায়। তবে আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।বর্তমানে আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে মেডিকেল সূত্রে জানা যায়।
মতিহার বার্তা ডট কম – ১৫ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.