মতিহার বার্তা ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক রিজিয়া রহমান আর নেই। শুক্রবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
অসংখ্য উপন্যাসের জননী এই লেখক দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
রিজিয়া রহমানে জন্ম ১৯৩৯ সালে, কলকাতায়। ১৯৪৭ সালে দেশবিভাগের পর স্বপরিবারে বাংলাদেশে চলে আসেন। লেখালেখির শুরু ষাটের দশকে। সেই থেকে ৫ দশক ধরে গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা ও শিশুসাহিত্য লিখে আসছেন।
কথাসাহিত্যিক রিজিয়া রহমানের মূল পরিচিতি ঔপন্যাসিক হিসেবেই। তার লেখা পাঠকপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘ঘর ভাঙা ঘর’, ‘রক্তের অক্ষর’, ‘উত্তর পুরুষ’, ‘বং থেকে বাংলা, ধবল জ্যোৎস্না, প্রভৃতি।
মতিহার বার্তা ডট কম ১৬ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.