ভিক্টোরিয়ার সামনে বজ্রপাতে নিহত-১ আহত-১৬

ভিক্টোরিয়ার সামনে বজ্রপাতে নিহত-১ আহত-১৬

আন্তর্জাতিক ডেস্ক : আজ শুক্রবার বিকেলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বজ্রপাতে সুবীর পাল নামের এক ব্যাক্তির নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।হাসপাতাল সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সুবীর পাল (৪০)। তিনি দমদমের বাসিন্দা।

গত সোমবারই বজ্রপাতের আঘাতে পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলি মিলিয়ে মোট ১১ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু পুরুলিয়াতেই মৃত্যু হয়েছিল ৭ জনের। গত বছর এই ময়দানেই এক যুগলের মৃত্যু হয়েছিল বাজ পড়ে। বিবেকানন্দ পার্কে ক্রিকেট অনুশীলনের সময়ে বাজ পড়ে গত বছরই মৃত্যু হয়েছিল শ্রীরামপুরের এক তরুণ ক্রিকেটারের। ফের একবার সেই ঘটনা ঘটল শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের সংখ্যা বাড়তে পারে।

আরও পড়ুন- টানা বৃষ্টিতে জল থইথই কলকাতা, শহর জুড়ে তীব্র যানজটের আশঙ্কা
শুক্রবার বিকেলেই বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। ঘণ্টা খানেকের বৃষ্টিতেই জল জমেছে কলকাতার বিভিন্ন অংশে। আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দফতর।

মতিহার বার্তা ডট কম – ১৬   আগস্ট ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply