শিরোনাম :
রাজধানীতে ১০০ পিচ ইয়াবাসহ বরগুনার মেয়রের ছেলে গ্রেপ্তার

রাজধানীতে ১০০ পিচ ইয়াবাসহ বরগুনার মেয়রের ছেলে গ্রেপ্তার

মতিহার বার্তা ডেস্ক: রাজধানীতে ইয়াবাসহ আবদুল্লাহ আল মামুন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ আল মামুন বরগুনার পৌর মেয়র ও বরগুনা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের ছেলে।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পল্টন থানা-পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পল্টন থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, মহানগর নাট্যমঞ্চের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় সন্দেহ হলে আবদুল্লাহ আল মামুনকে তল্লাশি করে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বরগুনার মেয়র শাহাদত হোসেন বলেন, ২০০৫ সাল থেকে মামুনের সঙ্গে তার পরিবারের কোনও সম্পর্ক নেই।

মতিহার বার্তা ডট কম – ১৮  আগস্ট ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply