বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

মতিহার বার্তা ডেস্ক: ঝালকাঠিতে পারিবারিক কলহের জের ধরে বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত ব্যাক্তি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আব্দুল বারেক খন্দকার ছেলে আলতাফ হোসেন খন্দকার। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল সকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আব্দুল বারেক খন্দকার তার ছেলে আলতাফকে উঠান থেকে লকাড়ি তুলতে বলাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে ছেলে তার বাবাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের আরেক ছেলে মঞ্জু খন্দকার বাদী হয়ে ১৩ এপ্রিল কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা মামলা দায়ের করেন।

ওই বছরের ৩০ মে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে আলতাফ হোসেন খন্দকারকে মৃত্যুদন্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আলতাফ হোসেন খন্দকার আদালতে উপস্থিত ছিলেন না।

মতিহার বার্তা ডট কম – ১৯  আগস্ট ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply