মতিহার বার্তা ডেস্ক: ময়মনসিংহ শহরের বেসরকারি হাসপাতালের মালিকের বিরুদ্ধে অপারেশন থিয়েটারে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের মালিক মজিবুর রহমান বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।
থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা যায়, নার্স পদে চাকরি দেওয়ার আশ্বাসে রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় পদ্মা জেনারেল প্রাইভেট হাসপাতালে পাঁচ গারো তরুণীকে ডেকে আনা হয়। সাক্ষাৎকার গ্রহণের এক পর্যায়ে ওই গারো তরুণীকে অপারেশন থিয়েটার দেখানোর কথা বলে নিয়ে যান হাসপাতালের ম্যানেজার সোহেল রানা আলম। পরে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালান। এসময় ওই চার গারো তরুণী মেয়েটিকে উদ্ধার করে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল হাসান জানান, হাসপাতালটির মালিক বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। রবিবার রাতেই হাসপাতালের মালিককে গ্রেফতার করা হয়েছে। এক পর্যায়ে ম্যানেজার পালিয়ে যায়। পলাতক ম্যানেজার সোহেল রানা আলমকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি মাহমুদুল হাসান। সুত্র: সময়ের কন্ঠ
মতিহার বার্তা ডট কম – ১৯ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.