মতিহার বার্তা ডেস্ক : ভোলার ইলিশায় বাসর রাতে গলায় দড়ি দিয়ে মো. মনির (৩০) নামে এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন বলে খবর পা্ওয়া গেছে। মঙ্গলবার সকালে পুলিশ তার বাড়ি থেকে লাশ উদ্ধার করে।
মনির ভোলা সদর উপজেলায় পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গুপ্ত মুন্সি গ্রামের আমিনুল মাস্টারের ছেলে। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয়রা জানান, গত শুক্রবার মনিরের সঙ্গে ভোলা পুলিশ লাইন এলাকার মাহে আলমের মেয়ে বিবি জয়নবের (২১) বিয়ে হয়। সোমবার ধুমধাম করে কনেকে তার বাবার বাড়ি থেকে বরের বাড়িতে আনা হয়। ওই রাতেই তাদের বাসর রাত ছিল। রাতে বিয়ের সব আয়োজন শেষে বর-কনেকে বাসর ঘরে দেওয়া হয়।
ওই রাতেই কোনো এক সময় তিনি ঘরের সামনের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে মঙ্গলবার ভোরে ডেকরেটরের লোকজন বাড়িতে আসলে মনিরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করে।
ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন চন্দ্র শীল বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
মতিহার বার্তা ডট কম ২০ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.