মতিহার বার্তা ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিজ ঘর থেকে বর্ষা আক্তার (২৩) নামে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী নয়ন মিয়াকে আটক করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) রাত ১০টায় উপজেলার সাবদি আলীসারদি এলাকার বাসার বিছানার উপর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বন্দরের মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তরিকুল জুয়েল জানান, স্থানীয়রা জানালে পুলিশ গিয়ে বিছানার উপর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
তিনি জানান, ২০১৩ সালের নরসিংদী এলাকার মঞ্জুর রহমানের মেয়ে বর্ষাকে বিয়ে করে নয়ন। তাদের সংসারে ৫ বছরের মেয়ে সন্তান আছে। ধারণা করা যাচ্ছে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা কিংবা স্বামী তাকে হত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
মতিহার বার্তা ডট কম ২০ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.