মতিহার বার্তা ডেস্ক : রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ পারভীন (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৯ আগস্ট) রাতে শাহবাগ থানার রমনা স্টোরের দেয়াল সংলগ্ন এলাকা থেকে ওই নারী মাদককারবারিকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম। এ ব্যাপারে তার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক-সংক্রান্ত মামলা রয়েছে। নতুন করে মাদকের চালান লেনদেন করতে গিয়ে তিনি গ্রেফতার হন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতিহার বার্তা ডট কম ২০ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.