মতিহার বার্তা ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একজন সাধারণ রোগীর মতোই চোখের চিকিৎসা নিয়েছেন।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (২৯ অগাস্ট) সকাল ৮টায় এই হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মতো বহির্বিভাগ থেকে ১০ টাকা মূল্যমানের টিকিট কেটে চিকিৎসা গ্রহণ করেন। তার প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য জানান।
এর আগেও প্রধানমন্ত্রী এই হাসপাতাল থেকে অনুরূপভাবেই চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন বলে প্রেস সচিব জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার চিকিৎসাসেবা গ্রহণকালীন হাসপাতালের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানান।
মতিহার বার্তা ডট কম – ৩১ আগস্ট, ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.