মধ্যরাত থেকে ইন্টারনেট সেবায় ধীরগতি, যা জানা গেল

মধ্যরাত থেকে ইন্টারনেট সেবায় ধীরগতি, যা জানা গেল

মধ্যরাত থেকে ইন্টারনেট সেবায় ধীরগতি, যা জানা গেল
মধ্যরাত থেকে ইন্টারনেট সেবায় ধীরগতি, যা জানা গেল

অনলাইন ডেস্ক: সারাদেশে মধ্যরাত থেকে ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা যাচ্ছে। কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (এসএমডাব্লিও-৫) সংযোগে কারিগরি ক্রটির কারণে এ সমস্যা তৈরি হয়েছে। ক্যাবলটি মেরামত করে পুনরায় চালু করা হলে এ সমস্য থাকবে না। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

আজ শনিবার (২০ এপ্রিল) গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন বিএসসিপিএলসি-এর মহাব্যবস্থাপক সাইদুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি সিঙ্গাপুর থেকে ৪৪০ কি. মি. পশ্চিম প্রান্তে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে এ ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা-সিঙ্গাপুরমুখী সব ট্রাফিক বর্তমানে বন্ধ রয়েছে। এসএমডাব্লিও-৫ কনসোর্টিয়ামের মাধ্যমে ক্যাবলটি মেরামত করে পুনরায় সংযোগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কুয়াকাটায় অবস্থিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি বন্ধ থাকলেও কক্সবাজারে অবস্থিত এসএমডাব্লিও-৪ সাবমেরিন এবং আইটিসি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। তবে এসএমডাব্লিও-৫ সাবমেরিন ক্যাবল মেরামত করে পুনরায় চালু না হওয়া পর্যন্ত ইন্টারনেট সেবায় ধীরগতি থাকতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply