বানেশ্বরে ফুটবল খেলাকে কেন্দ্রকরে দুই পক্ষে সংঘর্ষ

বানেশ্বরে ফুটবল খেলাকে কেন্দ্রকরে দুই পক্ষে সংঘর্ষ

পুঠিয়া প্রতিনিধি : পুঠিয়ার বানেশ্বরে ফুটবল খেলাকে কেন্দ্রকরে দুইদল গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধায় বানেশ্বর সরকারী ডিগ্রী কলেজ মাঠে নামজগ্রাম ও খুটিপাড়া গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, উপজেলার বানেশ্বর সরকারী কলেজ মঠে নামজগ্রাম ও খুটিপাড়ার গ্রামবাসীরা প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। খেলার শেষ সময়ে মাঠের মধ্যে খুটিপাড়া গ্রামের এক খেলোয়ার বল কিক করলে মাঠের বাহিরে দাড়িয়ে থাকা সেই কিক নামাজ গ্রামের দর্শকের গায়ে লাগে। পরে খেলা শেষে এ নিয়ে দুই দলের দর্শকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এনিয়ে দুইদল গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাকিল উদ্দীন আহম্মেদ জানান, ফুটবল খেলার নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধওয়ার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মতিহার বার্তা ডট কম – ০৩ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply