শ্রীমঙ্গলে কলার আড়তে মিলল ‘কালনাগিনী’

শ্রীমঙ্গলে কলার আড়তে মিলল ‘কালনাগিনী’

মতিহার বার্তা ডেস্ক: মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় কলার আড়ত থেকে বিপন্ন একটি কালনাগিনী সাপ পাওয়া গেছে।

সোমবার সাপটিকে শ্রীমঙ্গলে এক কলার আড়ত থেকে উদ্ধার করা হয় এবং পরে একই দিনে তা অবমুক্ত করা হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানে।

 সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের নতুন বাজার দক্ষিণ রোডে সুশান্ত বাবুর কলার আড়তে একটি সাপ দেখে উপস্থিত লোকজন ভয় পেয়ে যায়। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের সহকারী পরিচালক সঞ্চিত দেব সাপটিকে উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, সোমবার সন্ধ্যায় সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিয়ে যাই। বিট কর্মকর্তা আনোয়ার হোসেন এ বিরল প্রজাতির সাপটিকে অবমুক্ত করেন। এই সাপটি দেখতে খুবই সুন্দর।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও গবেষক ড. কামরুল হাসান বলেন, কালনাগিনী’ সাপ ভালো গাছ বাইতে পারে এবং প্রয়োজনে লাফ দিয়ে অন্য গাছে যেতে পারে। এরা সামান্য পরিমাণে বিষাক্ত। তবে এই বিষ মানুষের তেমন ক্ষতি করে না।

তিনি বলেন, এই সাপকে কলার আড়তে পাওয়ার অর্থ – কলার বনের মধ্যে এই সাপটি ছিল। তারপর কলা ছড়ি কেটে বাজারে নিয়ে আসলে ওই কলার ছড়ির ভেতর সাপটি থেকে যায়।

মতিহার বার্তা ডট কম – ০৩ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply