বাঘায় পুলিশের হাত থেকে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি ছিনতাই

বাঘায় পুলিশের হাত থেকে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি ছিনতাই

বাঘা প্রতিনিধি: সভাস্থলের গেটে পুলিশের হাত থেকে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহীর বাঘা পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকৃত আসামির নাম শামিম সরকার। তিনি বামনডাঙ্গা গ্রামের বাচ্চু সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলার বাজুবাঘা নতুনপাড়া এলাকায় বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের বাড়িতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভার শেষ মুহূর্তে বাড়ির গেটে ওয়ারেন্টভুক্ত আসামি শমিম সরকারকে হাতে-নাতে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গেটে থাকা দলীয় অন্যান্য কর্মী-সমর্থকরা শামিমকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়।

তবে পুলিশের পক্ষ থেকে উপ-পরিদর্শক সইবুর রহমান জানান, তার হাত থেকে আসামি ছিনিয়ে নেয়নি। তিনি তার পরিহিত পাঞ্জাবি ধরে ছিলেন। এ সময় পাঞ্জাবি ছিঁড়ে আসামি পালিয়ে যায়।

২০১৮ সালে সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তিমূলক কথাসহ অশ্লীল ছবি ছেড়ে আলোচিত হন। এ ঘটনায় বাঘা থানায় একটি রাষ্ট্রদ্রোহী মামলা হয়। সেই মামলায় আদালত থেকে ওয়ারেন্ট ছিলো তার নামে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সভাস্থলে একজন ওয়ারেন্টধারী আসামি আছে খবর পেয়ে দুজন অফিসার পাঠিয়ে ছিলাম। অনেকেই আসামি ছিনিয়ে নেওয়ার কথা বলছে। তবে সংশ্লিষ্ট দারোগা আমার কাছে ঘটনার সত্যতা স্বীকার করেনি। তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান।

মতিহার বার্তা ডট কম – ০৪ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply