রাজশাহী চরমাজারদিয়া সীমান্তে ভারতীয় মদ ও ইয়াবা জব্দ

রাজশাহী চরমাজারদিয়া সীমান্তে ভারতীয় মদ ও ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার চরমাজারদিয়া হাজীর বাথান ও বাঘা উপজেলার রাওথা সীমান্ত এলাকায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে বিজিবির চর মাজারদিয়া সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহল দল হাজীর বাথান নামক এলাকায় টহল পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

এর আগে বুধবার দিবাগত রাত ৯টার দিকে বিজিবির বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহল দল রাওথা এলাকায় অভিযান চালিয়ে ১৯৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে। তবে দুটি অভিযানেই টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি বিজি সদস্যরা।

জব্দকৃত মাদকদ্রব্য বিজিবির ব্যাটালিয়নের স্টোরে জমা করা হয়েছে। পরবর্তীতে তা জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও জানায় বিজিবি।

মতিহার বার্তা ডট কম – ০৬ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply