রাজশাহীর বানেশ্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজশাহীর বানেশ্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পুঠিয়া প্রতিনিধি : সড়ক প্রশস্ত করণ ও উন্নয়নের স্বার্থে রাজশাহীর জেলার পুঠিয়ার বানেশ্বর-চারঘাট সড়কের দুই পার্শ্বে অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি সম্পত্তি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ ।

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বানেশ্বর ট্রাফিক মোড় এলাকা থেকে চারঘাট সড়কের দুই ধারের এ উচ্ছেদ অভিযান চলে। উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে প্রাপ্ত, দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন সরকার।

এসময় সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, বানেশ্বর এলাকায় দু’পাশে প্রায় শতাধিক অবৈধভাবে স্থাপনা গড়ে উঠেছে। ২৮ আগষ্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যেই অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ ও মাইকিং করা হলেও তা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়া হয়নি।

এরই প্রেক্ষিতে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চলে। উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।

মতিহার বার্তা ডট কম – ০৭ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply