কফি, কাজুবাদামসহ মূল্যবান ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে সরকার” কৃষিমন্ত্রী

কফি, কাজুবাদামসহ মূল্যবান ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে সরকার” কৃষিমন্ত্রী

মতিহার বার্তা ডেস্ক:  ধান নির্ভর কৃষির পাশাপশি অপ্রচলিত লাভজনক কৃষির দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘কফি, কাজুবাদাম, অ্যাভোকাডোসহ বিভিন্ন মূল্যবান ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে সরকার।’

বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান নর্থ অ্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিক হার্বাডের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রিক হার্বাড বলেন, ‘২০১১ সালে বান্দরবানের রুমায় কৃষকদের ৫০০ চারা দিয়ে কফি চাষ শুরু করি। বর্তমানে সাজেকসহ মোট গাছের সংখ্যা এক লাখ ৫০ হাজার। বিগত দুই বছর ধরে বাংলাদেশের কফি বাজারজাত এবং রফতানি করছি। নর্থ অ্যান্ড এবং এফএও (জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা) মনে করে বাংলাদেশের কফি বিশ্ব মানের।’

তিনি বলেন, ‘এটার চাষ পরিবেশের জন্য উপযোগী, পানি কম লাগে, পোকামাকড় ও রোগ জীবাণুর আক্রমণ নেই। কফি গাছ তিন বছর বয়স থেকে ফলন দেয় এবং ৯০ বছর পর্যন্ত অব্যাহত থাকে। এছাড়া কফি প্রসেসিং মেশিনের দাম মাত্র ৫০০ ডলার, বর্তমানে এফএও এ মেশিন বিনামূল্যে দিচ্ছে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা কফি উৎপাদন করছি এবং এটার উৎপাদন বাড়াতে কাজ করছি। এজন্য কিছুসংখ্যক কৃষকদের ভিয়েতনামে পাঠাবো যাতে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন হয়। আমরা চাই কৃষিজাত পণ্য রফতানি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টি করতে।’

নর্থ অ্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘কফি রফতানির ক্ষেত্রে ডিউটি ফি কমানো হলে এ ব্যবসার জন্য ভালো হবে।’ এ প্রেক্ষিতে মন্ত্রী জানান, কৃষিজাত পণ্যের উপর সরকার প্রণোদনা দিয়ে থাকে। সেক্ষেত্রে কফিকেও এর আওতায় আনা হবে। তিনি নর্থ অ্যান্ডকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

মতিহার বার্তা ডট কম – ১১ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply