আগামীকাল রাবিতে ‘সপ্তাহব্যাপী শহীদ শামসুজ্জোহা স্মৃতি বির্তক প্রতিযোগিতা শুরু

আগামীকাল রাবিতে ‘সপ্তাহব্যাপী শহীদ শামসুজ্জোহা স্মৃতি বির্তক প্রতিযোগিতা শুরু

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সপ্তাহব্যাপী শহীদ শামসুজ্জোহা স্মৃতি বির্তক প্রতিযোগিতা আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে। বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম এ প্রতিযোগিতার আয়োজন করেছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান নির্বাহী সদস্য শাওন কাদির জিকো লিখিত বক্তব্যে জানান, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হবে। সপ্তাহব্যাপী এ আয়োজনে ৩২টি বিভাগের দল নিয়ে ট্যাব ফরম্যাটে পরদিন শুক্রবার শহীদ সুখরঞ্জন সমাদ্দার আন্তঃবিভাগ (বাংলা) বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আর ১৪ সেপ্টেম্বর ২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে শহীদ হবিবুর রহমান আন্তঃহল বির্তক প্রতিযেগিতা। আগামি ২০ সেপ্টেম্বর শহীদ সুখরঞ্জন সমাদ্দার আন্তঃবিভাগ (ইংরেজি) বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানেও ট্যাব ফরম্যাটে ১৬ টি দল অংশ নেবে।

শহীদ শামসুজ্জোহা স্মৃতি বির্তক সপ্তাহ-২০১৯ এর আন্তঃবিভাগ, আন্তঃহল, বির্তক প্রতিযোগিতার ফাইনাল এবং পাবলিক স্পিকিং অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে।

মতিহার বার্তা ডট কম – ১১ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply