আমদানি কমার অযুহাতে একদিনের ব্যবধানে হিলিতে বাড়লো পেয়াঁজের দাম

আমদানি কমার অযুহাতে একদিনের ব্যবধানে হিলিতে বাড়লো পেয়াঁজের দাম

মতিহার বার্তা ডেস্ক: হিলি স্থলবন্দরে এক দিনের ব্যবধানে বাড়লো ভারত থেকে আমদানিকৃত পেয়াঁজের দাম। প্রকারভেদে কেজিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা। গত সোমবার যে পেয়াঁজ বন্দরে বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে,সেই পেয়াঁজ বন্দরে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি।

পেয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম জানান, চাহিদার তুলনায় আমদানি কমে যাওয়ায় বন্দরে পেয়াঁজের দাম বেড়েছে। তবে আমদানি বাড়লে দাম আবার স্বাভাবিক হবে বলে।

 তবে এদিকে পেয়াজ কিনতে আসা পাইকাররা বলছেন, আমদানিকারকরা আমদানি কমের অযুহাত দেখিয়ে বার বার পেয়াঁজের দাম বাড়িয়ে দিচ্ছে।

হিলি কাষ্টমসের তথ্যমতে চলতি সপ্তাহের ৪ কর্ম দিবসে ভারতীয় ৮৩ টি ট্রাকে  ১ হাজার ৯শ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

 মতিহার বার্তা ডট কম – ১২ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply