ছাদ থেকে মাথায় পড়লো টেলিভিশন, মারা গেলেন ভ্যানচালক

ছাদ থেকে মাথায় পড়লো টেলিভিশন, মারা গেলেন ভ্যানচালক

https://motiharbarta.com/archives/19413
https://motiharbarta.com/archives/19413

মতিহার বার্তা ডেস্ক: যশোরে পাঁচতলা একটি ভবনের ছাদ থেকে ফেলে দেয়া পুরানো টেলিভিশন মাথায় পড়ে আব্দুল কুদ্দুস (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস মাগুরা জেলা সদরের নুর ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে যশোর শহরের খোলাডাঙ্গা কদমতলা এলাকায় ভাড়া থাকতেন।

 এ ঘটনায় আনিছুর রহমান নামের একজনকে আটক করেছে পুলিশ।

আটক আনিছুর রহমান জানান, তিনি ও নিহত আব্দুল কুদ্দুস মিশনপাড়ার জনৈক মিজানুর রহমানের বাড়ি পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় তিনি (আনিছুর রহমান) বাড়ির মালিকের কথামতো ছাদের ওপর থেকে ময়লা-আবর্জনা নিচে ফেলা শুরু করেন। এক পর্যায়ে একটি পুরাতন টেলিভিশন নিচে ফেলে দেন। টেলিভিশনটি ভবনের নিচে থাকা ভ্যানচালক আব্দুল কুদ্দুসের মাথায় পড়লে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার এসআই এইচ এম মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশি তদন্তের পর মামলা দায়ের করা হবে।

 মতিহার বার্তা ডট কম – ১২ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply