রাজশাহী বাঘায় ৪ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমাদানকারি সকল প্রার্থীর মনোনয়ন বৈধ

রাজশাহী বাঘায় ৪ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমাদানকারি সকল প্রার্থীর মনোনয়ন বৈধ

বাঘা প্রতিনিধি: সীমানা সংক্রান্ত জটিলতার কারনে দীর্ঘ ১৬ বছর পর আগামী ১৪ অক্টোবর রাজশাহীর বাঘা উপজেলার ৭’টি ইউনিয়নের মধ্যে ৪’টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে স্ব-স্ব প্রার্থী ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে (১২ সেপ্টেম্বর -বৃহস্পতিবার ) নিজ নিজ কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন ।

চেয়ারম্যান পদে ৩৪ জন সংরক্ষিত নারী সদস্য পদে ৬৫জন এবং সাধারণ সদস্য পদে ১৮৯জন সর্বমোট ২৮৮ জন মনোনয়নপত্র জমা দেন । মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন গতকাল রবিবার (১৫- সেপ্টেম্বর) জমাদানকারি সমস্ত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা দিয়েছেন বাঘা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মজিবুল আলম ।

১ নং বাজুবাঘা ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, আ.লীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আ.লীগের সভাপতি ফজলুর রহমান (ফজল), বিদ্রোহী প্রার্থী রফিজ উদ্দিন, সাইফুল ইসলাম, হাসমত আলী, দুলাল হোসেন, জিয়াউর রহমান, সাহার আলী।
বিএনপি’র প্রার্থী অ্যাড.ফিরোজ আহম্মেদ রনজু, নজরুল ইসলাম, নওশাদ আলী, আসলাম মালিথা, আসাদুজ্জামান। স্বতন্ত্র প্রার্থী এমএ মানিক।
২ নং গড়গড়ি ইউপিতে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি। বিদ্রোহী প্রার্থী শাহাজামাল সরকার লিটন, জুলফিকার আলী, আবদুর রাজ্জাক, আব্দুল্লাহ আল মাহমুদ, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম।
বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের ভাতিজা জাহিদুল ইসলাম স্বপন, এমদাদুল হক, আবুল কালাম আজাদ, মাসুদ করিম টিপু।

৩ নং- পাকুড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত প্রার্থী রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীর ভাগ্নে মেরাজুল ইসলাম মেরাজ। বিদ্রোহী প্রার্থী বাঘা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও শামিউল আলম নয়ন । বিএনপি’র একমাত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু।

৪নং মনিগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আ.লীগ থেকে প্রার্থী হয়েছেন দলিয় মনোয়নপ্রাপ্ত প্রার্থী মনিগ্রাম ইউনিয়ন আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান, কাফাতুল্লাহ সরকার, মাইনুল হক ও আয়নাল হক। বিএনপি’র একমাত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ইয়ার মুহাম্মদের পুত্র মুজিবুর রহমান জুয়েল।

বাঘা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মজিবুল আলম জানান, যাছাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়পত্র সঠিক রয়েছে মর্মে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন অফিস। বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া ও মনিগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ৩ সেপ্টেম্বর। এ ৪টি ইউনিয়নে রোববার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পূর্ণ করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৩ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ১৪ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

মতিহার বার্তা ডট কম – ১৫ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply