মোদী-হাসিনা বৈঠক: NRC নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই

মোদী-হাসিনা বৈঠক: NRC নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই

মোদী-হাসিনা বৈঠক: NRC নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই

মতিহার বার্তা ডেস্ক : ভারতে জাতীয় নাগরিকপঞ্জিকরণ বা এনআরসি নিয়ে বাংলাদেশ কে উদ্বেগে থাকতে হবে না।

শেখ হাসিনার সঙ্গে সৌজন্য় বৈঠকে এমনই বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী। এনআরসি সহ বিভিন্ন ইস্যু তে বৈঠক করেন তাঁরা।

সম্প্রতি অসমের জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিউইয়র্কের দুই দেশের শীর্ষ দুই নেতার বৈঠকে তিস্তাসহ সাতটি অভিন্ন নদীর জল বণ্টনের সমস্যা ছাড়াও দ্বিপাক্ষিক আরও কিছু বিষয়ে আলোচনা হয়। সেই বৈঠকে সম্প্রতি অসমে হয়ে যাওয়া এন আর সি প্রসঙ্গ তোলেন শেখ হাসিনা।

এন আর সি পূর্ণাঙ্গ তালিকায় ১৯ লক্ষ মানুষের নাম কাটা পড়েছে। এর মধ্যে ১২ লক্ষ হিন্দু ও ৭ লক্ষ মুসলমান।
অভিযোগ তোলা হচ্ছে এরা সবাই বাংলাদেশি। ভারতে ক্ষমতায় থাকা বিজেপি নেতাদের হুঙ্কার এনআরসি তালিকায় কাটা পড়া কাউকেই রেয়াত করা হবে না। এই বিষয়ে চিন্তিত বাংলাদেশ সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এতে বাংলাদেশের উদ্বেগ করার কারণ নেই।

কূটনৈতিক মহলের ধারণা, এন আর সি এ বাংলাদেশি হটাও বলে বিজেপি নেতাদের লাগাতার হুমকিতে উদ্বিগ্ন ঢাকা। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক গরম হতে পারে। তাই হাসিনাকে আস্বস্ত করতে চেয়েছেন মোদী।

বৈঠক শেষে, বাংলাদেশের বিদেশমন্ত্রী ড.এ কে মোমেন ভারতের প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার সম্পর্ক বজায় রয়েছে। উদ্বেগের কিছুই নেই।খবর কলকাতা ২৪x৭।

বৈঠকে তিস্তা সহ অভিন্ন নদীগুলোর জল বণ্টন ইস্যুর প্রসঙ্গও তোলেন হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী বলেন, এনআরসি ও জল বণ্টনের মতো ইস্যুগুলোকে আমরা সহজভাবে নিতে পারি।

মতিহার বার্তা ডট কম  ২৮ মেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply