শিরোনাম :
অর্ন্তবাসের বালাই নেই, স্তনবৃন্তে শুধুই বেগনি রাংতা! উরফির সাজ নিয়ে ফের হইচই চারদিকে পাঁচ গ্রহের সমাবেশ মঙ্গলের আকাশে ৫৫ ইঞ্চি নিতম্বের খাঁজে লুকনো চুরি করা মদের বোতল, তা দেখিয়েই জনপ্রিয়তার শিখরে মডেল দুই প্রেমিকের কাছে হাতে নাতে ধরা পড়লেন প্রেমিকা পৃথিবীর দিকে ‘তাকিয়ে’ বিশাল ব্ল্যাকহোল, পাঠাচ্ছে বিকিরণও! প্রভাব বুঝতে হিমশিম বিজ্ঞানীরা বন্দুক হাতে প্রাক্তন ছাত্রী হঠাৎ হাজির স্কুলে, এলোপাথাড়ি গুলিতে খুন করলেন ছ’জনকে ‘তোয়াক্কা করে না মস্কো’, পশ্চিমকে হুঁশিয়ারি পুতিনের র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: কারণ উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন মুক্তাগাছায় হেরোইনসহ ইউপি মেম্বার রুবেল গ্রেপ্তার নাটোরের বড়াইগ্রামে চালককে কুপিয়ে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা
রাজশাহীর বাঘায় ট্রাকসহ ডাকাত দলের এক সদস্য গ্রেফতার

রাজশাহীর বাঘায় ট্রাকসহ ডাকাত দলের এক সদস্য গ্রেফতার

রাজশাহীর বাঘায় ট্রাকসহ ডাকাত দলের এক সদস্য গ্রেফতার
রাজশাহীর বাঘায় ট্রাকসহ ডাকাত দলের এক সদস্য গ্রেফতার

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ফরিদপুর আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ৮ মামলার আসামি রোকন মোল্লা (৪০) কে একটি ট্রাক-সহ গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে তার এক আত্মীয় পরিচয়ধারীর বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রোকন মোল্লা পাবনা জেলার বোনাইনগর ফরিদপুর থানার ন্যাচরা শিববাড়ী গ্রামের বাসিন্দা এবং রহমত মোল্লার ছেলে।

পুলিশ জানায়,গত চারদিন ধরে উপজেলার প্রত্যান্ত এলাকা নিশ্চিন্তপুর গ্রামের মসজিদের পার্শ্বে সাজানের বাড়ির সামনে (ঢাকা মেট্রো ড.১৪-৭১১০)নম্বরের একটি ট্রাক রেখে ওই বাড়িতে অবস্থার করছিল রোকন মোল্লা। বিষয়টি স্থানীয় লোকজনের কাছে সন্দেহ হলে তারা পাশের গ্রামের এক সাংবাদিককে জানায়।

সাংবাদিক পুলিশকে অবগত করলে ঘটনাস্থল থেকে চোরাই ট্রাক সন্দেহে সকাল ১০ টার সময় ডাইভার রোকন মোল্লা থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কথা-বার্তায় অসঙ্গতি লক্ষ করে বাঘা থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। পরে ফরিদপুর থানায় ফোন করেন তিনি। এরপরেই জানা যায রোকন মোল্লার ইতিহাস।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ট্রাকসহ আটক ডাইভার রোকন মোল্লা ফরিদপুর আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার নামে আতাইকোলা, আটঘরিয়া, বেড়া, ফরিদপুর, নলডাঙ্গা ,সলাঙ্গা সিরাজগঞ্জ ও ভাঙ্গুরা থানায় বিভিন্ন অপরাধে ৮ টি মামলা রয়েছে। এর মধ্যে দু’টি ডাকাতি মামলায় তার নামে ওয়ারেন্ট রয়েছে।

মতিহার বার্তা ডট কম – ০৪ নভেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply